পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও উঠেছে বিরল ও বিশাল আকারের কোরাল মাছ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাজারে ওঠা দুটি কোরালের মোট ওজন ৪৪ কেজি—একটি ২৭ কেজি ও অন্যটি ১৭ কেজি। নিলামে মাছ দুটি বিক্রি হয় মোট ৬৬ হাজার টাকায়, কেজি প্রতি প্রায় ১,৫০০ টাকায়।
মাছ দুটি সুন্দরবন এলাকার সমুদ্র থেকে সংগ্রহ করেছেন কুয়াকাটার ব্যবসায়ী ও গাজী ফিশের মালিক মো. বশির গাজী। তিনি জানান, বড় আকারের মাছ পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। তাই কুয়াকাটায় এ ধরনের মাছের চাহিদা বেশি। তিনি আরও বলেন, মাছ দুটি ঢাকায় পাঠিয়ে আরও ভালো দামে বিক্রির পরিকল্পনা রয়েছে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ জানান, “এ সময়টি বড় মাছের মৌসুম। এখন ইলিশ, কোরালসহ বিভিন্ন সামুদ্রিক মাছের সরবরাহ পর্যাপ্ত। আগে এমন বড় মাছ বেশি ধরা পড়ত, কিন্তু বর্তমানে তুলনামূলকভাবে কম ধরা পড়ে।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “৫৮ দিনের নিষেধাজ্ঞার কারণে বড় মাছ ধরা পড়ছে। জেলেরা নিয়ম মেনে চলায় সাম্প্রতিক সময়ে কোরালসহ বড় মাছ বাজারে এসেছে। আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে কোরাল, ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ আরও বৃদ্ধি পাবে।”
মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বড় মাছ পর্যটক ও খুচরা ক্রেতাদের কাছে বেশি চাহিদাসম্পন্ন হওয়ায় কুয়াকাটা বাজারে এসব মাছ সবসময়ই আলোচিত থাকে।