Ridge Bangla

পটুয়াখালীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রসূতির মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় তামান্না বেগম (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এই ঘটনা ঘটে।

রোগীর স্বজনদের অভিযোগ, প্রসবের এখনও ১৫ দিন বাকি থাকা সত্ত্বেও তামান্নাকে তাড়াহুড়ো করে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডা. পার্থ সমদ্দার এবং ডা. মুনতাহা মারিয়াম মিতু সিজার করে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তবে অপারেশনের আগে রক্তের প্রয়োজন সম্পর্কে কিছু না জানালেও, অপারেশনের পরে ক্লিনিক কর্তৃপক্ষ রক্ত চায়।

পরবর্তীতে রক্ত সংগ্রহ করে দেওয়ার পরও রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে বরিশাল মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই ক্লিনিক থেকে ফোন করে জানানো হয়, আগে আমতলী হাসপাতালে নিয়ে চেকআপ করিয়ে যেতে হবে।

রোগীর স্বজনরা জানান, আমতলী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন—রোগী অনেক আগেই মারা গেছেন। তাদের অভিযোগ, রোগীর মৃত্যুর বিষয়টি গোপন রেখে ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত রোগীকে ক্লিনিক থেকে বের করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন