Ridge Bangla

পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ১২ জেলে আটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে অবৈধ মাছ ধরার সরঞ্জামসহ ১২ জেলেকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ২টি আর্টিসানাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ পিস বেহুন্দী জাল। রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে কোস্টগার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে নজরদারি চালানো হয়। পরে রাতের অভিযানে পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনা এলাকায় অবৈধভাবে মাছ ধরার কার্যক্রম শনাক্ত করা হয়। এসময় ট্রলিং বোটে থাকা জেলেদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক বোটগুলোতে অবৈধ সরঞ্জাম দিয়ে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার করা হচ্ছিল, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। অভিযানকালে বোট থেকে সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং জব্দকৃত ট্রলার, জাল ও আটক জেলেদের পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, সামুদ্রিক মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা সামুদ্রিক সম্পদ ধ্বংসের পাশাপাশি স্থানীয় জেলেদের জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন