নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলা। বুধবার (৮ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন ও জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বিশেষভাবে তিনি চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে ডেনমার্কের সহায়তায় নির্মাণাধীন কন্টেইনার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার এক পর্যায়ে উপদেষ্টা জানান, বাংলাদেশ ২০২৬–২৭ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’-এর সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করেছে। তিনি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ডেনমার্ক সরকারের সমর্থন কামনা করেন এবং বিশ্বব্যাপী সামুদ্রিক খাতের উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলা বাংলাদেশের প্রতি ডেনমার্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি নিজ দেশের পক্ষ থেকেও আইএমও নির্বাচনে বাংলাদেশের সমর্থন কামনা করেন। উত্তরে উপদেষ্টা বলেন, ডেনমার্কের প্রতি বাংলাদেশও সর্বাত্মক সমর্থন অব্যাহত রাখবে।
এ ছাড়া নৌপরিবহন উপদেষ্টা পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইএমও কনভেনশন বাস্তবায়ন, সমুদ্র দূষণ রোধ এবং খাতের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় বাংলাদেশের নেয়া পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি টেকসই সামুদ্রিক উন্নয়ন এবং আইএমও’র কার্বনমুক্ত ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পরিশেষে, উপদেষ্টা জাহাজ নির্মাণ শিল্পসহ অন্যান্য খাতে বাংলাদেশ ও ডেনমার্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।