সোশ্যাল মিডিয়ায় নানা সময় নানা কারণে আলোচনায় আসা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার নতুনভাবে আলোচনায়। আগের বিতর্ক ও সমালোচনাকে পেছনে ফেলে এবার তিনি নিজেকে প্রকাশ করেছেন ‘নো মেকআপ, নো ফিল্টার’ লুকে। সাহসী এই প্রকাশ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে পেয়েছে উষ্ণ প্রশংসা ও ভালোবাসা।
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনটি স্বতঃস্ফূর্ত ছবি শেয়ার করেছেন ভাবনা। ছবিগুলোতে তার মুখমণ্ডলে কোনো মেকআপ বা ফিল্টারের ছোঁয়া নেই। তিনি ছিলেন একেবারেই সাদামাটা, স্বাভাবিক। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মেকআপ নেই, ফিল্টারও না। আমি যেমন, তেমনই আমি।’ এই স্বতঃস্ফূর্ততা ও আত্মবিশ্বাসী ভঙ্গি দর্শক-ভক্তদের মনে ইতিবাচক সাড়া জাগিয়েছে।
মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, ‘আমার পছন্দের একজন অভিনেত্রী।’ আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, খুব মিষ্টি লাগছে।’
সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে তারকাদের অনেকে নিজেদের সাজানো-গোছানো রূপ দেখাতেই ব্যস্ত থাকেন, সেখানে ভাবনার এমন সাদামাটা সাহসিকতা ভিন্ন মাত্রা এনেছে। ভক্তরা বলছেন, মেকআপ বা কৃত্রিমতার আড়ালে না লুকিয়ে নিজের প্রকৃত রূপ নিয়ে হাজির হওয়া আসলে আত্মবিশ্বাসের প্রকাশ।
ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন ভাবনা। কখনো নাটক, কখনো সিনেমা, কখনো মঞ্চ—সবখানেই নিজের অবস্থান তৈরি করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ও বিতর্কও তাকে ঘিরে কম হয়নি।
কিন্তু তিনি নিজের মত করে এগিয়ে গেছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। নিজের আসল রূপ নিয়ে ক্যামেরার সামনে আসার সাহস দেখিয়ে যেন তিনি নতুন এক বার্তাই দিয়েছেন—নিজেকে ভালোবাসুন, যেমন আছেন তেমনভাবেই।
ভাবনার এই পদক্ষেপকে ইতিবাচক দৃষ্টিতে দেখে ভক্তরা বলছেন, তিনি কেবল অভিনেত্রী নন, সাহস ও আত্মবিশ্বাসেরও উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় তার এই ছবি ও বার্তা এখন ভাইরাল।