Ridge Bangla

‘নো এন্ট্রি’র সেটে সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন: সেলিনা জেটলি

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘নো এন্ট্রি’ এখনও দর্শকহৃদয়ে জায়গা করে আছে। মুক্তির দুই দশক পরও ছবিটি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সেলিনা জেটলি। সম্প্রতি স্ক্রিন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন শুটিংয়ের অভিজ্ঞতা, সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক এবং ছবির সাফল্য নিয়ে নানা কথা।

সেলিনা জানান, প্রথমে তাকে বিপাশা বসুর করা ‘ববি’ চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের সঙ্গে বেশি সংযোগ খুঁজে পান ‘সানজানা’ চরিত্রে, যেটি পর্দায় তাকে পরিচিতি এনে দেয়। তিনি বলেন, “ববির চরিত্রটিও গুরুত্বপূর্ণ ছিল এবং এর কিছু সুন্দর গানও ছিল। তবে সানজানার চরিত্র আমাকে আলাদাভাবে টেনেছিল।”

শুটিংয়ের প্রথম দিনের স্মৃতিচারণ করে তিনি জানান, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বিলাসবহুল ভিলায় প্রথম দৃশ্য ধারণ করা হয়েছিল। সেখানে অনিল কাপুরের সঙ্গে অভিনয় করতে গিয়ে বেশ নার্ভাস ছিলেন তিনি। তবে অনিলের সহজ-সরল আচরণ ও রসিকতায় দ্রুত স্বস্তি পান।

সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সেলিনা বলেন, “সালমান সেটে সব সময় এক অদ্ভুত এনার্জি নিয়ে আসতেন। তিনি তখন একসঙ্গে একাধিক ছবির কাজ করছিলেন। ব্যস্ততার মাঝেও তিনি সব সময় প্রাণবন্ত ছিলেন এবং মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন।”

এছাড়া তিনি অনিল কাপুরকে পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ আখ্যা দিয়ে বলেন, তার সঙ্গে কাজ করা ছিল এক ধরনের মাস্টারক্লাস। ফারদিন খানকেও সহঅভিনেতা হিসেবে প্রশংসা করেন সেলিনা। ছবির সিক্যুয়েল ‘নো এন্ট্রি ২’ প্রসঙ্গে তিনি জানান, এখনও প্রস্তাব পাননি। তবে মূল ছবির অংশ হতে পেরে তিনি গর্বিত। তার ভাষায়, “ছবিটির গল্পের সরলতাই একে চিরকালীন করেছে, আর সেই কারণেই দর্শকের ভালোবাসায় আজও বেঁচে আছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন