Ridge Bangla

নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে ১৬০ টন কয়লাসহ ৩টি ট্রলার আটক

নোয়াখালীর হাতিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে কয়লা বোঝাই তিনটি ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। আটককৃত ট্রলারগুলোতে মোট প্রায় ১৬০ টন চোরাই কয়লা ছিল, যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নৌ-অঞ্চলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে এ অভিযান চালানো হয়। অভিযানে নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশের যৌথ একটি দল অংশ নেয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি ব্রিক ফিল্ডের ঘাটে কয়লাবাহী ট্রলারগুলো খালাসের অপেক্ষায় অবস্থান করছিল। দ্রুত অভিযান পরিচালনা করে ট্রলারগুলো আটক করা হয়। ট্রলারগুলোর মধ্যে একটি ট্রলারে ৮০ টন, অপর দুটি ট্রলারে যথাক্রমে ৪০ টন করে কয়লা ছিল। জব্দকৃত কয়লার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা এবং ট্রলার তিনটির মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আটককৃত ট্রলার ও কয়লা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নৌবাহিনী ভবিষ্যতেও নিয়মিত ও সংবেদনশীল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাই তেল, কয়লা ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধ করবে। এই অভিযান নৌবাহিনী ও স্থানীয় পুলিশের কার্যকর সমন্বয় এবং গোপন সংবাদের ভিত্তিতে সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন