ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের অন্ধকারে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ে আসে ডাকাতরা। পরে রড আনলোডের সময় হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশ। রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে সোলায়মান সুজন (৩৫) এবং কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের আবু সায়েদ (৪৫)।
পুলিশ জানায়, রাতের ডিউটিতে থাকা টহল দল কবিরহাট বাজার ও বাটাইয়া ভূঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে দুইজন ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ট্রাক চালক ও সহকারী পরিচয় দিয়ে জানায়, কুমিল্লা থেকে ডাকাতরা তাদের মারধর করে ট্রাক ও রড নিয়ে আসে এবং তাদের কবিরহাটে নামিয়ে দিয়ে চলে যায়। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ায় তারা যোগাযোগ করতে পারেনি।
পরে পুলিশ ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, ট্রাকটি ট্র্যাকার অনুযায়ী মাইজদীর দিকে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ রড ও ট্রাক উদ্ধারে অভিযান চালায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ড্রাইভার ও মালিকের তথ্যের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশকে রাস্তা ব্যারিকেড দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নিজেও ঘটনাস্থলে রওনা হয়ে সুন্দলপুরে রড আনলোডের সময় দুই ডাকাতকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সোমবার আদালতে সোপর্দ করা হবে।