Ridge Bangla

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও তিনজন শিশু। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওমান প্রবাসী বাহার উদ্দীনের নানী ফয়েজ্জুনেছা (৮০), মা মোর্শেদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (২৪), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও মেয়ে মীম আক্তার (২)।

প্রবাসী বাহার উদ্দীনের বাবা আব্দুর রহীম জানান, ওমান থেকে ছেলেকে আনতে ঢাকায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা। ফেরার পথে গাড়ি চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। তিনি বলেন, “ড্রাইভার বারবার ঝিমাচ্ছিল। আমরা বারবার বলেছি গাড়ি থামিয়ে ঘুমিয়ে নিতে। কিন্তু সে বলেছিল সমস্যা নেই। কিছুক্ষণ পর হঠাৎ ঘুমে ঝিমিয়ে গাড়ি খালে ফেলে দেয়।”

আব্দুর রহীম জানান, “গাড়িতে আমরা ৯ জন ছিলাম। আমি, আমার ছেলে ও তিনজন মিলে বের হতে পেরেছি। বাকি সাতজন মারা গেছে।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ভোরে ঘটায় অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিল না। আলো দেখে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “চালক ঘুমিয়ে পড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরো পড়ুন