নতুন একক নাটকে অভিনয় করলেন অভিনেত্রী ফারজানা মেহমুদ উপমা। নাটকের নাম ‘শেষ ভালোবাসা’। মেজবাহ শিকদারের রচনায় ও পরিচালনায় নির্মিত এই নাটকে একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে উপমাকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
গল্পে দেখা যাবে, উপমার চরিত্রটি পারিবারিক টানাপোড়েন ও মানসিক অবসাদের কারণে ধীরে ধীরে নেশায় জড়িয়ে পড়ে। তার এই নেশাগ্রস্ততা প্রেমিকের সঙ্গে দূরত্ব তৈরি করে এবং স্বাভাবিক জীবনে চরম অবনতি ঘটায়। একপর্যায়ে নেশার টাকার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তখন তার ঘনিষ্ঠ বন্ধুরা তাকে অনৈতিক কাজে বাধ্য করতে থাকে। নানা টানাপোড়েন আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে উপমা বলেন, “‘শেষ ভালোবাসা’ নাটকের গল্প আমার কাছে দারুণ লেগেছে। একজন নেশাগ্রস্ত মেয়ের চরিত্র ফুটিয়ে তোলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এই ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুন কিছু শেখার সুযোগ হয়েছে।”
তিনি আরও বলেন, “নেশা কীভাবে একজন মানুষের স্বাভাবিক জীবনকে, ভালোবাসাকে, এমনকি পুরো পরিবারকেও ধ্বংস করে দিতে পারে, তা নাটকে স্পষ্টভাবে দেখানো হয়েছে। মাদক যে কতটা ভয়ঙ্কর ও বিধ্বংসী, সেই বার্তা নাটকটি দর্শকের কাছে পৌঁছাবে বলে আমার বিশ্বাস।”
উপমা আশা প্রকাশ করেন, সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরির ক্ষেত্রে এই নাটক একটি ইতিবাচক ভূমিকা রাখবে। নাটকটি শিগগিরই প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।