Ridge Bangla

নেপাল অস্থিরতায় ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি

নেপালে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সম্ভাব্য অস্থিরতা যেন সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে না পড়ে, সে জন্য সশস্ত্র সীমা বল (এসএসবি) সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালে হাজারো যুবক রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভ করে। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা ও সরকারি দুর্নীতির প্রতিবাদে এ আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয়। এ ঘটনার পর ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে।

এসএসবির এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “নেপালের পরিস্থিতি বিবেচনায় সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” তিনি আরও জানান, এ ব্যবস্থা পূর্বসতর্কতামূলক, যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করা যায়। সূত্র জানায়, সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন চৌকিতে কড়া তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, ভারত-নেপাল সীমান্ত ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ, যা উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকদের অবাধ চলাচলের কারণে সীমান্তটি সামাজিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নেপালে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়ে। এসএসবি নিশ্চিত করেছে, যেকোনো ধরনের অশান্তি যাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন