আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নেপালে জেন জি দের আন্দোলন ও বিক্ষোভের কারণে গতকাল এক ঘোষণায় এই ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। আগের দিন অনুশীলন করতে পারেননি জামাল ভূঁইয়ারা। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটিও পণ্ড হয়ে গেছে।
দেশটির জেন জি দের আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে একদিন আগেই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। ঘোষণা করা হয়েছিল, নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ের একদিন আগে আসবে। এদিন বিকাল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৩৭২ ফ্লাইটে করে দেশে ফেরার কথা ছিল ফুটবলারদের।
কিন্তু আগামীকাল দেশে ফেরার কথা থাকলেও ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় আজ বিকেল ৩টার ফ্লাইটে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাফুফে। কিন্তু ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় দেশে ফেরার অপেক্ষা বাড়ছে জামাল ভূঁইয়াদের। নেপালে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠায় এর আগে অনুশীলনও বাতিল করতে হয়েছিল দলের।
নেপাল সরকারের দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তা রুখতে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি মাধ্যমকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এসব সামাজিক যোগাযোগমাধ্যম নিবন্ধনে রাজি না হওয়ায় সরকার তিনদিন আগে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়।
এতেই ফুঁসে ওঠে ছাত্র-জনতা, যার বিস্ফোরণ ঘটে সোমবার। হাজার হাজার বিক্ষোভকারী নেপালের সংসদ ভবনে প্রবেশ করে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে। বিক্ষোভকারীদের রুখতে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর গুলিও চালানো হয়।
নেপালে বেশ কিছুদিন থেকেই রাজতন্ত্র ফিরিয়ে আনা-সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলছিল। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিলে পরিস্থিতির আরও অবনতি হয়। গতকাল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
তীব্র বিক্ষোভের মুখে আজ (মঙ্গলবার) পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচলও।
এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান। তারই ধারাবাহিকতায় জানা গেছে যে, কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। নিরাপত্তার স্বার্থে ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যে কারণে বিপাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডু থেকে বিকালে দেশে ফেরার কথা থাকলেও আজ ফেরা হচ্ছে না জামাল ভূঁইয়ার দলের।