নেপালে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূতের তথ্যমতে, আজ বিকেল ৩টা ৫ মিনিট এবং ৫টা ৪৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিমানের দুটি ফ্লাইট ছেড়ে আসবে। এর মাধ্যমে নেপালে আটকে থাকা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি দেশে ফেরার সুযোগ পাবেন।
সূত্র জানায়, বর্তমানে নেপালে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত প্রায় ৫০ জন এবং বাকিরা মূলত পর্যটক। পরিস্থিতির কারণে তারা কাঠমান্ডুতে আটকে পড়েন।
অন্যদিকে, আজ বিকেলেই বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল। সম্প্রতি তারা নেপালে অনুষ্ঠিত একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার নেপালে অবস্থানরত নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থাও করা হবে। তিনি আটকে থাকা বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান।