Ridge Bangla

নেপালে আটকা পড়া বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন

নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা কয়েকদিন অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরছেন। ইতোমধ্যে তারা নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে। বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি।

ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে সরকারবিরোধী আন্দোলনে আটকা পড়ে ফুটবলাররা। স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ না খেলেই হোটেল বন্দি থাকতে হয় তাদের। নেপালের সামগ্রিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরছেন জামাল ভূঁইয়া ও প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা।

নেপালে বেশ কিছুদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত সোমবার রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহর ব্লক করে জনতা। সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এই বিক্ষোভ। এমন অস্থিরতার কারণেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল।

কিন্তু সেটা সেখানেই থেমে যায়নি। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সেদিনই বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা ছিল। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে জামালদের দেশে ফেরা আটকে যায়। দুটো দিন এরপর কেটেছে উৎকণ্ঠায়।

নেপালে রুদ্ধশ্বাস তিনটি দিন কেটেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সেখানে যাওয়া সাংবাদিকদের পরিস্থিতিও ছিল একই রকম। নেপালে চলমান অস্থিরতার ফলে তারা সবাই ছিলেন অনিশ্চয়তার মধ্যে। তবে অবশেষে তাদের সবার এ অনিশ্চয়তা কেটে যাচ্ছে। আজ বাংলাদেশ দল ও সাংবাদিকরা নেপাল থেকে ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ একটি বিমানে করে।

আজ বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি এয়ারক্রাফট (১৫৩৭)-এর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন তারা। দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।

বাংলাদেশ দল ঢাকায় এসে নামার কথা ৩টা ৩০ মিনিট নাগাদ। তবে এই বিমান এসে নামবে কুর্মিটোলায়। এরপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন