নেপালে শপথ নিলেন প্রধানমন্ত্রী সুহিলা কারকি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তিন নবনিযুক্ত মন্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভবন শীতলনিবাসে শপথ গ্রহণ করেন তারা। প্রধানমন্ত্রী সুহিলা কারকি তাঁর মন্ত্রিসভায় এই প্রথম তিন সদস্যকে নিযুক্ত করেছেন। ওম প্রকাশ আর্যাল স্বরাষ্ট্রমন্ত্রী, কুলমান ঘিসিং জ্বালানি এবং রমেশ্বর খানাল অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনে উত্তাল দেশটিতে এখন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কারকি আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তাঁর প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংস্কার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যার জেরে ৮ সেপ্টেম্বর শুরু হওয়া জেন-জি বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। এর মধ্যে পার্লামেন্ট ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২০০৮ সালে এক দশকব্যাপী গৃহযুদ্ধ এবং রাজতন্ত্র বিলুপ্তির পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা। সরকারি হিসাবে দুই দিনের বিক্ষোভে অন্তত ৭২ জন নিহত হয়েছে এবং আরও ১৯১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।