Ridge Bangla

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দল ঘোষণা করলো বিসিবি

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে এই সিরিজটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার (৫ আগস্ট) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের সূচি ও প্রাথমিক দল ঘোষণা করা হয়। নেদারল্যান্ডস দল ২৬ আগস্ট বাংলাদেশে আসবে। এরপর ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এ উপলক্ষে ২৫ জন ক্রিকেটারকে নিয়ে গঠিত একটি প্রাথমিক স্কোয়াডের নাম প্রকাশ করেছে বিসিবি। এই দলটি ৬ আগস্ট থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে অংশ নেবে। এরপর ১৫ আগস্ট শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প এবং ২০ আগস্ট সিলেট গিয়ে প্রস্তুতির বাকি অংশ সম্পন্ন করবেন ক্রিকেটাররা। সেখান থেকেই নির্বাচিত ক্রিকেটাররা অংশ নেবেন টি-টোয়েন্টি সিরিজে।

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল:
লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (এ দল), মাহিদুল অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)।

এশিয়া কাপের আগে এই সিরিজটি দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিসিবি। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত দলটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য পারফরমারদের মূল্যায়ন করা হবে বলেও জানা গেছে।

আরো পড়ুন