Ridge Bangla

নেত্রকোনার হাওরে স্পিডবোট দুর্ঘটনায় শিশুসহ চারজন নিখোঁজ

নেত্রকোনার হাওর উপজেলার খালিয়াজুরীর ধনু নদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। এতে তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়েছে।

নিখোঁজদের মধ্যে রয়েছে শিরিন আক্তার (১৮), লায়লা (৭), উষা মনি (৫) এবং সামিয়া (১১)। গুরুতর আহত রোজিনা আক্তার (৩০)কে উদ্ধার করে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ারের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের নিয়ে মোট ১৫ জন স্পিডবোটে ঘুরতে বের হন। নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ হন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজদের উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

উল্লেখ্য, হাওরাঞ্চলে বর্ষা ও বন্যার সময় নদীতে ভ্রমণ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের স্পিডবোট দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি পর্যটকদেরও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুত উদ্ধার অভিযান চালানো না হলে নিখোঁজদের জীবনের জন্য বড় বিপদ তৈরি হতে পারে। উদ্ধারকর্মীরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালাচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন