নেত্রকোনা জেলার তিনটি গ্রামে বজ্রপাতে তিনজন কৃষক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মদন উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর এবং হায়াতপুর গ্রামে পৃথকভাবে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) এবং হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। গুরুতর আহত রানু মিয়া (৪৫) রসুলপুর গ্রামের বাসিন্দা এবং তিনিও কৃষক।
জানা যায়, বজ্রপাতের সময় সবাই মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হায়াতপুরের নিহত রাখাল সরকার তার বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।