Ridge Bangla

নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানালেন অভিনেত্রী স্বরা ভাস্কর

গাজা ইস্যুতে আবারও সরব হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় আগেও বিতর্কের মুখে পড়েছেন তিনি, তবে এবার তার অবস্থান আরও দৃঢ়।

সম্প্রতি ব্রিটিশ রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েব এক পোস্টে বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির জন্য ইসরায়েলই এখন সবচেয়ে বড় কারণ। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হবে।” স্বরা এই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাতে সমর্থন জানান। এর পাশাপাশি, গাজার পক্ষে একের পর এক পোস্ট করে ইসরায়েলের দমননীতির কঠোর সমালোচনা করে যাচ্ছেন তিনি।

এর আগেও স্বরা গাজা ও ফিলিস্তিনের পক্ষে একটি সংহতি সমাবেশের প্রচারে অংশ নেন, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন। মুম্বাইয়ের আজাদ ময়দানে ১৮ জুন গাজার সমর্থনে একটি সভার আয়োজন করে ভারতের কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল—সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি এবং সমাজবাদী পার্টি। সেই সভার পোস্টার নিজেই শেয়ার করে স্বরা লিখেছিলেন, “মুম্বাইবাসী, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য আজাদ ময়দানে উপস্থিত থাকুন।”

গাজা ইস্যুতে ভারতীয় শিল্পীদের মধ্যে খুব কমজনই এত স্পষ্ট ও সাহসী অবস্থান নিয়েছেন। স্বরার এই প্রকাশ্য ভূমিকা একদিকে প্রশংসিত হলেও, অন্যদিকে তাকে ঘিরে ব্যাপক বিতর্ক এবং রাজনৈতিক আক্রমণও চলছে। তবে এসবের মাঝেও তিনি গাজার পক্ষে নিজের অবস্থান থেকে সরেননি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন