Ridge Bangla

নেটিজেনদের বাজে মন্তব্যে বিরক্ত মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। কাজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করার পাশাপাশি ভক্তদের সঙ্গে নিজের ভাবনাও শেয়ার করেন তিনি। তবে সম্প্রতি নেটিজেনদের নেতিবাচক মন্তব্য ও অশ্লীল ভাষা ব্যবহারে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন লিখেছেন, “কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল থেকে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আসলে আপনি কেমন মানুষ, সেটাই দেখায়।”

এ অভিনেত্রী এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেইকের অপব্যবহার নিয়ে সচেতনতা তৈরিতে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। বিভিন্ন প্রকাশনা ও অনলাইন প্ল্যাটফর্মে তিনি মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন, যাতে প্রযুক্তির অপব্যবহার বন্ধ করা যায়। কিন্তু এবার মেহজাবীন সরাসরি নেটিজেনদের বাজে মন্তব্য ও অশ্লীল ভাষার ব্যবহার নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেছেন, নেটিজেনদের আচরণ শুধুমাত্র অন্যকে অসম্মান করা নয়, বরং তাদের নিজের মনোভাব ও মানসিকতারই প্রকাশ। মেহজাবীনের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও সমালোচনামূলক প্রতিক্রিয়া উভয়ই সৃষ্টি করেছে। তবে তার সর্বশেষ পোস্টে মন্তব্য ঘরটি বন্ধ রাখায় কেউ সরাসরি মন্তব্য করতে পারেননি।

যদিও পোস্টে কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন, তা মেহজাবীন স্পষ্ট করেননি। তবে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিমালা মেনে ব্যবহার এবং দায়িত্বশীল আচরণের গুরুত্ব পুনরায় সামনে নিয়ে এসেছে। এই পোস্টে মেহজাবীন নেটিজেনদের জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন যে- অনর্থক, অশ্লীল ও নেতিবাচক মন্তব্যের কোনো স্থান নেই।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন