ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয় ছোটবেলা থেকেই স্টার কিড হিসেবে পরিচিত। মায়ের সঙ্গে তার প্রতিটি উপস্থিতি ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সম্প্রতি শনিবার সকালে অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে ছেলেকে নিয়ে কিছু হৃদয়গ্রাহী ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিগুলোতে দেখা যায়, জয় মায়ের হাতে ভালোবাসায় চুমু দিচ্ছে, আর অপু বিশ্বাস আদর করে ছেলের মুখে হাত রেখে কিছু বলছেন। জয় মনোযোগ দিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে আছে। মা-ছেলের এই আবেগঘন মুহূর্ত নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
পোশাকেও ছিল বিশেষ সমন্বয়। অপু বিশ্বাস পরেছিলেন সাদা-কালো ও সোনালি নকশার কুর্তি-পাজামা, কালো স্লিপার ও সানগ্লাসে ছিলেন স্বচ্ছন্দ ভঙ্গিতে। অন্যদিকে জয় ছিল সাদা শার্ট, নীল জিন্স ও স্যান্ডেল পরা অবস্থায়—সহজ, সাধারণ অথচ নজরকাড়া লুকে।
ছবিগুলোতে তাদের একাধিক পোজে দেখা গেছে, যা মমতার এক নিখাদ চিত্র তুলে ধরে। এর আগেও অপু বিশ্বাস ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এমনকি দেশের বাইরেও। কিছুদিন আগে সিঙ্গাপুর ভ্রমণের সময় মারলায়ন পার্কের সামনে তাদের একটি ছবি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল।
এই ধরনের মুহূর্ত শুধুই একজন তারকার পারিবারিক দৃশ্য নয়—বরং এটি অনুরাগীদের জন্য একটুকরো স্নেহ, ভালোবাসা ও বন্ধনের উপহার।