গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ সংগঠনটির শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের পক্ষশক্তি ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নিন্দা জানান।
বিবৃতিতে ছাত্রদল জানায়, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ হামলায় নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বহু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাকে তারা অভাবিত ও বর্বরোচিত আখ্যা দিয়ে বলেন, “গণঅভ্যুত্থানোত্তর সময়ে দেশের সম্মুখ সারির নেতৃত্বের ওপর এমন আক্রমণ গণতন্ত্র ও আন্দোলনের জন্য অশনি সংকেত।”
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়ন্ত্রিত আচরণ কোনোভাবেই গণতান্ত্রিক সমাজে মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা মূলত ফ্যাসিবাদবিরোধী লড়াইকে দমনের চেষ্টা, যা গণমানুষ কখনো মেনে নেবে না।
ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ন্যায্য বিচার নিশ্চিত না হলে গণতান্ত্রিক শক্তির আন্দোলন আরও বিস্তৃত আকারে ছড়িয়ে পড়বে।
বিবৃতির মাধ্যমে ছাত্রদল আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।