Ridge Bangla

নীলার অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া দিলেন সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিলের অভিযোগের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন দলের নেতা সারোয়ার তুষার। তিনি জানান, নীলা ইসরাফিল মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাদের অফিসে এসেছিলেন এবং পুলিশ ও মানবাধিকার কর্মী লেনিন ভাইকে ডেকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

শনিবার (৯ আগস্ট) ফেসবুকে পোস্ট করে তুষার এ কথা জানান। তিনি বলেন, “নীলা ইসরাফিল মাথায় আঘাত নিয়ে আমাদের অফিসে এসেছিলেন। পুলিশ ও মানবাধিকারকর্মী লেনিন ভাইয়ের উপস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”

এর আগে নীলা ইসরাফিল অভিযোগ করেন, ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়ার সময় স্বামীর নামের স্থলে নিজের নাম লেখানো হয়েছে। জবাবে সারোয়ার তুষার ফেসবুকে লিখেছেন, “হাসপাতালের ভর্তি ফরমে কী লেখা হচ্ছে তা তখন খেয়াল করা হয়নি। এখন দেখা যাচ্ছে, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, “নারীদের ক্ষেত্রে হাসপাতালে স্বামী বা পিতার নাম লিখতে হয়। যেখানে C/O (care of) লেখা থাকে, সেটা ভর্তি করার সময় যিনি আনছেন তার নাম হিসেবে ব্যবহার হয়। লাল দাগ দিয়ে যা ঢেকে দেওয়া হয়েছে, তা নিয়েই গুজব ছড়ানো হচ্ছে।”

তুষার বলেন, “হাসপাতালে রোগী ভর্তি করার সময় যদি পিতা বা স্বামীর নাম জানা না থাকে, তখন C/O লিখে যিনি ভর্তি করিয়েছেন তার নাম দেওয়া হয়। এটা হাসপাতালে প্রচলিত নিয়ম। এসব ভুল বোঝাবুঝি এবং ষড়যন্ত্র বন্ধ হওয়া উচিত।”

আরো পড়ুন