আসন্ন ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘নীলচক্র’। এই সিনেমার একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন র্যাপার জালালী শাফায়াত, যেটির শিরোনাম “এই অন্ধকারের শহরে”। গানটির মাধ্যমে তিনি প্রথমবার কোনো চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন।
গানটির কথা লিখেছেন শাফায়াত নিজেই, এবং সংগীতায়োজন করেছেন জনপ্রিয় শিল্পী বালাম। ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে গানটি প্রকাশ পেয়েছে। গানের ভিডিওতে দেখা যায়, একটি টিনএজ ডিজে পার্টিতে গান পরিবেশন করছেন শাফায়াত, পাশে আছেন বালামও।
পরিচালক মিঠু খান জানান,
“এই গানের মাধ্যমে জালালী শাফায়াত প্রথমবার সিনেমার অংশ হয়েছেন—গানে ও পর্দায়। গানটি সিনেমার গল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং তরুণদের বাস্তবতাকে সামনে আনার চেষ্টা করা হয়েছে।”
জালালী শাফায়াত বলেন,
“এই সিনেমায় আমাকে একজন র্যাপার চরিত্রে দেখা যাবে। আমি গানের মাধ্যমে আজকের তরুণদের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ‘নীলচক্র’ দর্শকদের ভালো লাগবে।”
‘নীলচক্র’ সিনেমার মূল থিম প্রযুক্তিনির্ভর সমাজের অন্ধকার দিক। গল্পে তুলে ধরা হয়েছে, প্রযুক্তির অপব্যবহারে যুবসমাজ কীভাবে প্রতারিত ও বিপথগামী হচ্ছে।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।
চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার, পরিচালনায় রয়েছেন মিঠু খান।