প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে বলেন, দলের পক্ষ থেকে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।” গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, কলকাতার উপনগরীর একটি বাণিজ্যিক এলাকায় দলটির কার্যালয় খোলা হয়েছে, যেখানে ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতে বডি ক্যাম কেনা হচ্ছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটি বাংলাদেশ সরকারপ্রধানের ফিরতি সফর, এর আগে গত অক্টোবরে আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছিলেন।
মালয়েশিয়ার পুত্রযায়ায় মঙ্গলবার (১২ আগস্ট) দুই দেশের সরকারপ্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সফরে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হতে পারে।