Ridge Bangla

নিলামের আগে অদলবদল, জব্দকৃত গরু হয়ে গেল বাছুর, জিম্মাদারের বিরুদ্ধে মামলার নির্দেশ

ভারত থেকে অবৈধভাবে আনা ৯০টি গরু সুনামগঞ্জে জব্দের পর নিলামের আগ পর্যন্ত তা স্থানীয় পাঁচ ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছিল। কিন্তু নিলামের দিন দেখা গেছে, আসল গরুর পরিবর্তে ছোট আকারের ৭৬টি বাছুর উপস্থাপন করা হয়েছে। এ ঘটনায় আদালত জিম্মাদারসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশে জানা যায়, গত ৩০ এপ্রিল সুরমা নদী থেকে টাস্কফোর্স অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়। পরে সেগুলো ৮০ লাখ টাকা মূল্য নির্ধারণ করে দোয়ারাবাজার উপজেলার পাঁচ ব্যক্তির জিম্মায় দেওয়া হয়। তবে তদন্তে বের হয়, জিম্মাদারেরা আসল গরু বিক্রি করে অন্য গরু এনে হাজির করেছেন।

২৬ আগস্ট নিলামের দিন জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থাপিত গরুর সঙ্গে জব্দকৃত গরুর ছবি মেলেনি। মাত্র ১৪টি আসল পাওয়া যায়, বাকিগুলো বদলে ফেলা হয়েছে। এরপর নিলাম স্থগিত করে বিষয়টি আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম গত রোববার (৩১ আগস্ট) এ ঘটনায় পাঁচ জিম্মাদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। তিন দিনের মধ্যে সদর মডেল থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

জিম্মাদারদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী রয়েছেন। আদালতের ভাষ্য অনুযায়ী, তাঁরা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ও প্রতারণার সঙ্গে জড়িত।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন