বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন পেছালে দেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
রিজভী জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারা। কিন্তু পিআর পদ্ধতি না মানলে নির্বাচনে যাবেন না এই শর্ত দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, বহু নেতা জেল-জুলুম ও গুম-খুনের শিকার হয়েছেন। এর মধ্যে কিছু রাজনৈতিক মহল নির্বাচনের পেছানোর চেষ্টা করছেন।
তিনি ভারতের দ্বিচারিতা তুলে ধরে অভিযোগ করেন, এক দিকে বাংলাভাষী মানুষকে বাংলাদেশে পুশআউট করা হচ্ছে, অন্যদিকে শেখ হাসিনাকে আদর করছেন। রিজভী বলেন, দেশে অশান্তি সৃষ্টি করতে সরকার ও বিদেশি কোনো ষড়যন্ত্র চলছেই।
সমাবেশে রুহুল কবির রিজভী উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, “আপনি কি এমন নির্বাচন চান যেখানে আপনার ভোটের অধিকার কার্যকর হবে না?” বিএনপির কেন্দ্রীয় নেতারা যেমন রশিদুজ্জামান মিল্লাত, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আতিকুর রহমান রুমন এবং স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন। সমাবেশে নিহত ও আহত পরিবারের জন্য আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদানসহ মানবিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়।