আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, “লাখো তরুণ ভোটার গত কয়েক বছরে ফ্যাসিবাদী সরকারের সময়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তারা আবারও ভোট দিতে মুখিয়ে আছেন। অথচ এখনও কিছু মহল অজানা ইশারায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি আরও বলেন, দেশের জনগণ গণতন্ত্র রক্ষায় সোচ্চার। তাই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। “এই নির্বাচন নির্ধারিত রোডম্যাপ অনুযায়ীই অনুষ্ঠিত হবে,” যোগ করেন আজাদ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যেতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল, যুগ্ম সদস্য সচিব মনির, যুবদল আহ্বায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ, থানা বিএনপির নেতা মতিউর রহমান মতিন, জেলা বিএনপির নেতা লুৎফর রহমান আবদু, যুবদল নেতা সাদিকুর রহমান এবং ছাত্রদল নেতা মোবারক, রহিম ও মুহাম্মদ উল্লাহসহ শতাধিক নেতাকর্মী।