Ridge Bangla

নির্বাচন ছাড়াই পাঁচ বছর ক্ষমতায় থাকবেন মালির সেনাশাসক গোইতা

মালির সামরিক শাসক জেনারেল আসিমি গোইতাকে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদে থাকার অনুমোদন দিয়েছে দেশটির অস্থায়ী সংসদ। এই মেয়াদ কোনো নির্বাচনের মাধ্যমে নয়, বরং একটি নতুন আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। বিলটিতে বলা হয়েছে, প্রয়োজন হলে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই মেয়াদ আরও বাড়ানো যেতে পারে।

জেনারেল গোইতা ২০২০ সালে প্রথমবার ক্ষমতা দখল করেন এবং পরের বছর আবারও ক্ষমতা গ্রহণ করেন। যদিও তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে সেই প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নতুন আইন অনুযায়ী, তিনি ২০৩০ সাল পর্যন্ত মালি শাসন করতে পারবেন।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত মালিতে একনায়কতান্ত্রিক শাসনের পথে আরও এক ধাপ অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিরোধী মত ও রাজনীতির ক্ষেত্র সংকুচিত হওয়ার আশঙ্কাও বাড়ছে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং মালিকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছে।

তবে গোইতার প্রশাসন বলছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। সশস্ত্র গোষ্ঠী ও জঙ্গি তৎপরতার মধ্যে মালি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং সামরিক প্রশাসনের দাবি, তারা জনগণের সুরক্ষার জন্য কাজ করছে।

আরো পড়ুন