Ridge Bangla

নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ ইসলাম

নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১১ জুলাই) যশোর ঈদগাহ মোড়ে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “গত ১৬ বছরে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি দলীয়করণের শিকার হয়েছে। তিনটি জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই কমিশনকে নিরপেক্ষ করা না গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পরও যদি কমিশনের কাঠামোগত সংস্কার না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। তবে আমরা সেই অন্ধকার আসতে দেব না।”

বিচার সংস্কার ও নতুন সংবিধানের ভিত্তিতে নতুন ধারার রাজনীতি গড়ার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র চাই, যেখানে প্রশাসনে দলীয়করণ থাকবে না, বিচারব্যবস্থা হবে স্বাধীন।”

তিনি আরও বলেন, “কেউ দাবি করে তাদের কোটি কোটি সমর্থক। অথচ আমরা মাত্র ১০–২০ জন মানুষ নিয়ে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনেই আজ জনতা যুক্ত হয়েছে। তারাই আমাদের প্রকৃত শক্তি।”

নাহিদ ইসলাম দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ডাক দেন।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু প্রমুখ। সঞ্চালনা করেন উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস ইসলাম।

আরো পড়ুন