বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘‘নির্বাচন নিয়ে আর কোনো জটিলতা হবে না। সরকার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়।’’
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা আশাবাদী, সামনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’’ তিনি জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান’কে বিএনপি গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং এই প্রেক্ষাপটে ‘জুলাই সনদের’ মতামত সরকারকে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘‘বিএনপি সংস্কারকে স্বাগত জানায় এবং জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে—এই অভিযোগ একটি ভুল ব্যাখ্যা। গত ১৭ বছরে আমাদের ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজারেরও বেশি হত্যা হয়েছে। এ বাস্তবতা অস্বীকার করা মানে গণতন্ত্র অস্বীকার করা।’’
সীমান্ত পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা ও পুশইন চলছে। সরকারকে ভারতের সঙ্গে শক্ত অবস্থান নিতে হবে।’’
এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটি দেশের পোশাকশিল্পকে ধ্বংস করে দেবে এবং অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’’