Ridge Bangla

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে আজ রোববার (১১ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিতব্য এই সভা সকাল ৯টায় শুরু হবে। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ জানুয়ারি সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর–৫২০)-এ আয়োজিত বৈঠকে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হবে।

সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, র‍্যাব এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর মহাপরিচালকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এবং জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেবেন।

This post was viewed: 10

আরো পড়ুন