Ridge Bangla

নির্বাচনে ৮০ হাজার সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১১ আগস্ট) কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

তিনি জানান, সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও র‍্যাবও মাঠে থাকবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব হলেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। নির্বাচনের সময় পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে, যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও উৎসবমুখর থাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ ও নিরপরাধ কেউ যেন আইনগত হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সম্প্রতি টাকার প্রলোভনে অনেকে জুলাই-আগস্ট মাসে মিথ্যা মামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের হয়রানি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে থানায় মানুষ যেত না, আনসার বাহিনীতে বিদ্রোহ ছিল, অন্যান্য বাহিনীও সক্রিয় ছিল না। যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি, তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের কোনো বাধা নেই।

তিনি আরও মন্তব্য করেন, স্বাধীনতার পর থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিবাচক খবর খুব একটা পাওয়া যায়নি, তবে এবার তা উন্নতির পথে রয়েছে।

আরো পড়ুন