জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিও ততই জোরদার হচ্ছে। এ প্রেক্ষাপটে পুলিশের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন হয়েছে। নির্বাচনের সময় পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। এটি পুলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দ্রুতই আনা হবে এসব ক্যামেরা।”
অর্থ উপদেষ্টা জানান, ক্যামেরা কেনার ব্যয় নির্বাচনি খাত থেকে মেটানো হবে এবং পুরো অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে তিনি আরও বলেন, “এটা নির্বাচন কমিশন নয়, সরাসরি পুলিশের জন্য। নির্বাচনে যা যা প্রয়োজন, তার কোনো ঘাটতি থাকবে না।”
ক্যামেরাগুলো কেনার দায়িত্ব দেওয়া হবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-কে। কেন তাদের মাধ্যমে আনা হবে— এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, “আমরা যেমন টিকা আনি ইউনিসেফের মাধ্যমে, তেমনি ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। টেন্ডার করলে মানের নিশ্চয়তা থাকে না, দাম নিয়েও সমস্যা হয়। তাই ইউএনডিপির মাধ্যমেই আনা হবে।”
তবে এই প্রকল্পে কত টাকা ব্যয় হবে, তা এখনো নির্ধারণ হয়নি বলে জানান তিনি।