Ridge Bangla

নির্বাচনে অংশগ্রহণে অনিচ্ছুক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়া বা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা তার নেই। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সম্প্রতি মালয়েশিয়া সফরের সময় সংস্থাটিকে তিনি সাক্ষাৎকার দেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “না, আমি এমন লোক নই। আমার এমন কোনো সুযোগ নেই।” তার মতে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সংস্কারের লক্ষ্যে নেয়া কর্মসূচি এগিয়ে নেওয়া, এবং সেটিই তার প্রধান কাজ।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে অনেক অগ্রগতি হয়েছে। তার অন্যতম বড় অর্জন হলো ‘ঐকমত্য কমিশন’ গঠন, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি। নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রস্তাব এ মাসের শেষের দিকে পাওয়া যেতে পারে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনে সহায়ক হবে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ঐকমত্য কমিশনের আরেকটি কাজ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবেদনশীল বিষয়ে সমঝোতা তৈরি করা। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, সংসদ এককক্ষবিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট এ নিয়েও বিতর্ক রয়েছে।

দেশ এখন সঠিক পথে থাকায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। প্রতিশ্রুতি দিয়ে বলেন, এবারের নির্বাচন হবে আগের তিনটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে অনেক ভালো। “অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি প্রকৃত নির্বাচন পাবে,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, হাসিনার শাসনামলে লাখো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তাদের জন্য এবারের নির্বাচন হবে একটি বড় সুযোগ, যেখানে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।

আরো পড়ুন