Ridge Bangla

‘নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার শেষ হবে’: অ্যাটর্নি জেনারেল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার বিচারকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা সরকারের একটি অঙ্গীকার। এই বিচার অবশ্যই হবে এবং সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। তবে অতি দ্রুততার সঙ্গে বিচার শেষ করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাই আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হবে।”

দেশের আদালতগুলোতে মামলা জট নিরসনে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, “মামলা জট কমাতে ইতোমধ্যে বেশ কিছু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে, যার সুফল আদালত ও সাধারণ মানুষ পাচ্ছে।”

আবরার ফাহাদ হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, “এই মামলার বিচার দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আসামিপক্ষ আপিল বিভাগে গিয়েছে, আশা করছি খুব শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে।”

এর আগে তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমিতির ভবন ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন