আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থানের সময় লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা এখনও সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। তবে নির্বাচনের আগেই র্যাব যেসব অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি, সেগুলো খুঁজে বের করে জব্দ করা হবে। এ ক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন।” এর আগে তিনি র্যাব-১১ সদর দপ্তরও পরিদর্শন করেন।
নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, সে লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় স্টেকহোল্ডার। তারা দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আমাদের কোনো দলের সঙ্গে দ্বন্দ্ব নেই।”
নারায়ণগঞ্জের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, “জেলায় প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট রয়েছে। যদি অতিরিক্ত কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা তা দেবো।”
গণমাধ্যম সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে বিভ্রান্তি এড়ানো সম্ভব হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবসময় সত্য তথ্য প্রকাশ করা হয়। কিছু স্বার্থান্বেষী মহল সমস্যা তৈরির চেষ্টা করলেও আমরা সতর্ক আছি।”
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলার বিষয়ে তিনি বলেন, “কিছু মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অজস্র মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হবে যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।”
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।