Ridge Bangla

নির্বাচনী নির্দেশনায় সন্তোষ প্রকাশ, প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। একইসঙ্গে দলটি আবারও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে আর কোনো জটিলতা থাকবে না বলে আমরা আশাবাদী। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছে, যা প্রশংসনীয়। আমরা আশা করি, সামনে এমন একটি নির্বাচন হবে যেখানে জনগণ প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

তিনি বলেন, “বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা রাজনৈতিক সংস্কারকে স্বাগত জানাই। কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে, তা সঠিক নয়। গত ১৭ বছরে আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যারা এ বাস্তবতা অস্বীকার করছেন, তারা গণতন্ত্রের দিকেই চোখ বন্ধ করে আছেন।”

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক হত্যা করা হচ্ছে। এটা কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। ভারতের সঙ্গে দৃঢ় অবস্থান নিয়ে সরকারের এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার।”

আরো পড়ুন