Ridge Bangla

নির্বাচনী জোয়ারে আওয়ামী লীগের ষড়যন্ত্র ভেসে যাবে: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে বানচালের জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে। তবে ভোটারদের সংকল্প ও নির্বাচনী জোয়ারে সেই সব ষড়যন্ত্র ভেসে যাবে। তিনি বলেন, “মানুষ হাওয়ার ওপর ভোট দেবে না, মানুষ মার্কা দেখে ভোট দেবে। নির্বাচনের জোয়ারে ভেসে যাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। সভাটি কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাকে অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন নিজের দায়িত্ববোধ থেকে; কিন্তু আওয়ামী লীগ তা বিকৃত করে জনগণকে প্রতারিত করছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট এরশাদকে পরাজিত করেছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলায় তার কারাগারে যাওয়ার পর তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ ও সুসংহত করেছেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করবে। কোন ষড়যন্ত্র কাজ করবে না।” সভা পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন