Ridge Bangla

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ইতিমধ্যেই ডালপালা মেলতে শুরু করেছে। রোববার (৩১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত দেশের গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে।’’

তিনি বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক যাত্রার কথা স্মরণ করিয়ে বলেন, ‘‘বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের সহযোগিতা পেয়ে এসেছে। অতীতে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিচ্যুত হইনি এবং ভবিষ্যতেও হবেনা।’’

তিনি দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে উল্লেখ করে বলেন, ‘‘বিবেক মানব সমাজের সবচেয়ে বড় আদালত। আমাদের আত্মজিজ্ঞাসার বিষয়, নির্বাচন হতে দেওয়া হবে না—এই ধরনের বক্তব্য কি ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে, নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি করবে।’’

তারেক আরও বলেন, ‘‘রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের পথে হাঁটা সময়ের দাবি। জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে নির্বাচনকেন্দ্রিক গণতন্ত্র চর্চার মাধ্যমে আমরা সমাজ ও রাষ্ট্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারব।’’

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন