Ridge Bangla

নিরাপত্তা ঝুঁকি এড়াতে সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামির ভার্চুয়াল হাজিরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী, চার সংসদ সদস্যসহ মোট ২৪ জন আসামি।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই হাজিরা গ্রহণ করা হয়। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিসি তানভীর সালেহীন ইমন, সাবেক ডিসি মশিউর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা, সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ, সাবেক এসআই শাহাদাত আলী এবং সাবেক ওসি আবুল হাসান।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, নিউমার্কেট, বাড্ডা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানার একাধিক মামলায় ওই দিন আসামিদের হাজিরা নির্ধারিত ছিল। তবে নিরাপত্তা ঝুঁকি ও জনরোষের আশঙ্কায় আসামিদের আদালতে আনা সম্ভব হয়নি। আদালত প্রাঙ্গণে আসামিদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের আশঙ্কাও ছিল প্রবল।

এমন পরিস্থিতি মোকাবিলায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে আসামিদের আদালতে না এনে কারাগার থেকেই অনলাইনে হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন