লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুনুর রশিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
এসময় অজ্ঞান অবস্থায় তিনজনকে উদ্ধার করা হলে দুজন মারা যান। আর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খালের নিচ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানিয়েছেন, ঘটনার ফলে নিহতের সংখ্যা ৫। তবে আরো কিছু মানুষের অবস্থা আশঙ্কাজনক থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ৭