জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলই ৩০০টি আসন পাবে এবং এনসিপির নেতৃত্বেই পরবর্তী সরকার গঠিত হবে। রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নাসির উদ্দিন বলেন, “আমরা বিশ্বাস করি, এনসিপি নিবন্ধন পাবে এবং এর নেতৃত্বেই আগামী সরকার গঠিত হবে। ৪০০ আসনের মধ্যে ৩০০টি আসন এনসিপি পাবে।”
সঙ্গে থাকা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, “আমরা নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন জমা দিয়েছি। এনসিপি জনগণের দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা রাজনৈতিক অভ্যুত্থানের ধারণাকে ধারণ করে একটি নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চাই।”
দলীয় প্রতীক হিসেবে এনসিপি চাইছে কলম, মোবাইল ফোন ও শাপলা। তবে শাপলা প্রতীকটি বরাদ্দ পাওয়ার ব্যাপারে তারা সবচেয়ে বেশি আশাবাদী।
প্রসঙ্গত, চার মাস আগে আত্মপ্রকাশ করে এনসিপি। গত শুক্রবার দলের সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এরপরই দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে।
নাসির উদ্দিন ও আখতার হোসেনের নেতৃত্বে গঠিত এই দল আগামী নির্বাচনে বড় ধরনের চমক দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছে এবং রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চায়।