Ridge Bangla

নিত্যপণ্যের দাম না কমার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে না আসার পেছনে ব্যবসায়ীদের বাধাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। সরবরাহ সংকট এড়াতে থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আনা হবে। তিনি দাবি করেন, সম্প্রতি চালের দাম কিছুটা কমেছে। তবে সবজির দাম মৌসুমভেদে ওঠানামা করছে, যা নিয়ন্ত্রণ করা কঠিন।

তিনি স্বীকার করেন, বাজার ব্যবস্থাপনায় সরকার সর্বোচ্চ চেষ্টার পরও পুরোপুরি সফল হয়নি। এর জন্য ব্যবসায়ীদের অযৌক্তিক বাধাকে দায়ী করেন তিনি। অর্থ পাচার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজ চলছে। ইতোমধ্যে কয়েকটি লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশাবাদী, আগামী ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া অর্থের একটি অংশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগবে।

তিনি আরও জানান, অনেক পাচারকারীর সম্পত্তি জব্দ করা হয়েছে এবং কোন কোন দেশে তাদের অ্যাকাউন্ট বা পাসপোর্ট রয়েছে, সেই তথ্য সরকারের হাতে আছে। আন্তর্জাতিক নিয়ম মেনে এগোতে হওয়ায় প্রক্রিয়া সময়সাপেক্ষ হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে প্রক্রিয়া শুরু হয়েছে, ভবিষ্যৎ সরকারকেও তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অন্যথায় অর্থ ফেরত আনা সম্ভব হবে না। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক প্র্যাকটিস মেনে কাজ করতে হবে, আর এ ক্ষেত্রেই সরকারের অগ্রগতি ইতিমধ্যে দৃশ্যমান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন