Ridge Bangla

নিজ বাসায় বিশ্রামে তামিম ইকবাল

আজ শুক্রবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবালকে রিলিজ দেয়া হয় এবং তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শরীরের অবস্থা বেশ ভালো বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তাই এখন তামিম ইকবাল নিজের বাসাতেই বিশ্রামে আছেন। গত সোমবার হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম।

বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে গত সোমবার অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের নবীনগর-চন্দ্রা রোডে অবস্থিত কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। সেখানে ইসিজি করার পর তার শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় সেখানেই চিকিৎসা করা হয় এবং হার্টে একটি রিংও পরানো হয়।

পরবর্তীতে কেপিজে হাসপাতালে ২৪ ঘণ্টা থাকার পর তামিম ইকবালকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কিছু বিধিনিষেধ মেনে অন্তত তিন থেকে সাড়ে তিন মাস তাকে বিশ্রামে থাকতে হবে। তাহলে দ্রুত তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

আরো পড়ুন