বলিউডের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেত্রী কাজল জানিয়েছেন, তিনি নিজের অভিনীত সিনেমা দেখা একদমই পছন্দ করেন না। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিলেও, নিজেকে পর্দায় দেখতে তার অস্বস্তি লাগে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, “আমি আমার সিনেমা দেখি না। আমার খুব খারাপ লাগে। আমি সিনেমার থেকে বই পড়তে বেশি পছন্দ করি, আমি একজন পাঠক।”
কাজল জানান, নিজের অভিনীত ছবি দেখে নিজেকেই বিচার করতে থাকেন, যা তার কাছে আরামদায়ক নয়। তবে সব ছবির ক্ষেত্রেই যে এমনটা, তা নয়। তিনি জানান, তার অভিনীত দুটি সিনেমা আবারও প্রেক্ষাগৃহে দেখতে চান—‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘প্যায়ার তো হোনা হি থা’। এই দুই সিনেমা নিয়ে তার আবেগ ও ভালোবাসা আজও অটুট।
কাজল বলেন, “আমি মনে করি, এই দুটি সিনেমা বারবার দেখা যায়। এমনকি বড় পর্দায়ও আবার দেখলে মুগ্ধ হয়ে যাব।”
এদিকে শিগগিরই একটি নতুন উদ্যোগে ফিরছেন কাজল। আসছেন একটি টক শো নিয়ে—‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’। এই অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কল খান্না একসঙ্গে বলিউড তারকাদের নিয়ে জমজমাট আড্ডা দেবেন, জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।
প্রায় তিন দশক ধরে বলিউডে কাজ করছেন কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘বাজিগর’, ‘কাভি খুশি কাভি গম’, ‘ফান্টম’সহ অসংখ্য স্মরণীয় সিনেমায় তার অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। তবু নিজেকে পর্দায় দেখাটা যেন তার জন্য এক অস্বস্তিকর অভিজ্ঞতা।