Ridge Bangla

নিজের পারফরম্যান্স দেখানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা: সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার রূপালি পর্দায় অভিষেক করেছেন। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন সুপারস্টার শাকিব খান। প্রথম সিনেমাতেই দেশের শীর্ষ নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সাবিলার জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ। যদিও বক্স অফিসে সিনেমাটি উল্লেখযোগ্য সাফল্য পায়নি, তবে একে ‘ফ্লপ’ বলা হয়নি এবং এটি সাবিলাকে চলচ্চিত্র জগতে সম্ভাবনাময় করে তোলে।

সিনেমা মুক্তির দুই মাস পেরিয়ে গেলেও নতুন কোনো ছবির ঘোষণা দেননি সাবিলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। এরমধ্যেই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “সিনেমায় তাদের ভবিষ্যৎ কী?” শীর্ষক প্রতিবেদনে তার নাম অন্তর্ভুক্ত হলে, নিজের অবস্থান স্পষ্ট করেন সাবিলা নূর।

তিনি বলেন, “পরিকল্পনা করেই সিনেমায় এসেছি, বেড়াতে আসিনি। আমার ইচ্ছা, বছরে অন্তত দুটি সিনেমায় কাজ করা। একজন শিল্পীর জন্য নিজের পারফরম্যান্স দেখানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। নাটকে সময় সীমিত থাকে, কিন্তু সিনেমায় একটি চরিত্রের জন্য প্রস্তুতির সময় পাওয়া যায়, নিজেকে উপস্থাপন করার সুযোগও থাকে বেশি।”

সাবিলা আরও বলেন, “গত কয়েক বছরে দেখা যাচ্ছে, উৎসব এলেই দর্শক সিনেমা হলে যাচ্ছেন। এ উৎসাহ আমাকে সিনেমার প্রতি টেনে এনেছে। আমি মনে করি, এখন সিনেমার ভালো সময় চলছে এবং সামনে আরও ভালো দিন আসবে। আমি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে খুব আশাবাদী।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন