Ridge Bangla

নিজের পরিচয় ও ক্যারিয়ারকে গুরুত্ব দিচ্ছেন সাদিয়া আয়মান

ঢালিউডের তরুণ অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলোচিত নাম সাদিয়া আয়মান। অভিনয়ে তার পথচলা নতুন হলেও ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছেন। সাম্প্রতিক সিনেমা ‘উৎসব’ এবং ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।

‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মান ‘জেসমিন’ চরিত্রে অভিনয় করেছেন, যা নব্বই দশকের এক সহজ-সরল, কিন্তু আত্মসচেতন তরুণীর প্রতিচ্ছবি। সিনেমার সংলাপ “ডানা থাকলেই উড়তে হয় না, জেসমিন” নারীর স্বাধীনতা ও সামাজিক বাধার বার্তা ফুটিয়ে তোলে। জেসমিনের স্বামী চরিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয় বাস্তব সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে, যেখানে স্ত্রীর ইচ্ছাকে সমান মর্যাদা দেওয়া হয় না।

বাস্তব জীবনে জেসমিনের মতো নয়, নিজের মতো চলতে চান সাদিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যে আমাকে বিয়ে করবে, সে অবশ্যই জানবে আমি কী করি, আমার ক্যারিয়ার কী। যদি বিয়ের পর হঠাৎ বলা হয় কাজ ছেড়ে দাও, আমি সে সুযোগ দেব না।” তিনি ক্যারিয়ারের একটি পরিণত পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিতে চান, যাতে নিজের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় থাকে। সাদিয়া আয়মান স্পষ্ট করেছেন, একজন নারীর স্বপ্ন, পরিচয় ও পেশাগত মর্যাদা সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গীর কাছ থেকেও একই বোঝাপড়া প্রত্যাশা করেন তিনি।

‘উৎসব’ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম ও সৌম্য জ্যোতি। তানিম নূরের পরিচালনায় সিনেমাটি হৃদয়ের খুব কাছে পৌঁছেছে, যেখানে সম্পর্ক ও মানবিক মূল্যবোধের শিক্ষাও ফুটে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন