সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার ৩৭ দিন পার হলেও এখনো খোঁজ মেলেনি স্কুলছাত্রী মন্দিরা দাসের। ঘটনায় অপহরণ মামলা দায়ের করলেও উদ্ধার না হওয়ায় চরম উৎকণ্ঠা আর হতাশায় দিন কাটাচ্ছে পরিবারটি। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা চলছে, তবে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
মন্দিরা দাস (১৬) সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার বাসিন্দা বাসুদেব দাসের মেয়ে। চলতি বছর সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, মন্দিরাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। আশা প্রকাশ করে তিনি বলেন, দ্রুতই মেয়েটিকে উদ্ধার করা যাবে।
মন্দিরার বাবা বাসুদেব দাস অভিযোগ করে বলেন, স্থানীয় দীপ্ত অপু (রতন বসুর ছেলে) দীর্ঘদিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা থেকে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায় অপু। ২০ জুন তিনি থানায় অভিযোগ করতে গেলে শুরুতে মামলা না নিয়ে আদালতের শরণাপন্ন হতে বলেন পুলিশ। পরে আদালতের নির্দেশে ৪ জুলাই সাতক্ষীরা সদর থানা অপহরণ মামলা গ্রহণ করে।
মন্দিরার মা বিশিখা রানী দাস বলেন, “আমরা থানায়, প্রশাসনে বারবার ঘুরেছি, কিন্তু কোনো ফল পাইনি। আমার মেয়েটি আদৌ বেঁচে আছে কিনা, জানি না।” তিনি জানান, মামলার একজন আসামি গ্রেপ্তার হলেও অন্যরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নির্লিপ্ততায় ক্ষুব্ধ পরিবারটি এখন সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন।