Ridge Bangla

নিউমার্কেটে সেনা অভিযানে হাজারের বেশি ধারালো অস্ত্র উদ্ধার, ৯ জন গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেট এলাকায় সেনাবাহিনীর পরিচালিত এক অভিযানে প্রায় ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) নিউমার্কেট এলাকায় সন্দেহভাজন কয়েকটি দোকান ও গুদামে অভিযান চলাকালীন সময়ে অস্ত্র কেনাবেচায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এগুলো সন্ত্রাসীদের কাছে সরবরাহ, ভাড়া এবং এমনকি হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হচ্ছিল। কয়েক মাস ধরে অস্ত্রগুলো মজুত রাখা হয়েছিল এবং সন্ত্রাসীদের হাতে পৌঁছাচ্ছিল।

গোয়েন্দা নজরদারির পর নিউমার্কেটের তিন-চারটি দোকানে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সেনা কর্মকর্তা নাজিম বলেন, সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসীরা এ ধরনের দেশি ধারালো অস্ত্রই বেশি ব্যবহার করছে।

আরো পড়ুন